বন্যার্তদের মাঝে জাবি ছাত্রলীগের ত্রাণ বিতরণ
প্রকাশিত : ১৭:৫৮, ২৪ জুন ২০২২
সিলেটের সুনামগঞ্জের বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরের পর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা।
এ সময় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুষ্টিবাড়ি, ধরাপপুর ও নওয়াগাও এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
এর আগে বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে শাখা ছাত্রলীগ কর্মীরা ত্রাণ নিয়ে ছুটে যান সিলেটের বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জের উদ্দেশ্যে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চিড়া, মুড়ি, পানি, গুড়, খাবার স্যালাইন, মোমবাতি, ম্যাচ বক্স, বিস্কুট ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘সিলেটের ভয়াবহ বন্যা পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে, সংগ্রামে ও সংকটে বেরিয়ে পড়ি। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।’
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আজ সিলেটের প্রত্যন্ত অঞ্চলের ৫ শতাধিক পরিবারের মাঝে দেশরত্নের উপহার বিতরণ করেছি। মানবতার সেবায় ছাত্রলীগ সবসময়ই নিয়োজিত থাকে। মানুষের বিপদে ছাত্রলীগ সর্বদা সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী মানবতার পক্ষে কাজ করে যাবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আররাফি চৌধুরী, আরিফুল ইসলাম প্রিতম, এনামুল হক এনাম, রাকিবুল ইসলাম সজীব, আসিফ মাহাদী আবীর, মাহফুজুর রহমান, কাজল মিয়া, চিন্ময় সরকার, সৌরভ কাপালি প্রমুখ।
কেআই//
আরও পড়ুন